ফের জিততে চলেছেন অং সান সু চি
- Update Time : ১২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মিয়ানমারে সাধারণ নির্বাচনে আজ সোমবার (৮ নভেম্বর) পর্যন্ত ভোট গণনা চলছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনেও ফের জিততে চলেছেন অং সান সু চি বিষয়টি প্রত্যাশিত।
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে অভিযুক্ত হলেও অং সান সু চি মিয়ানমারে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন। তবে বহিরবিশ্বে তার জনপ্রিয়তায় ধস নেমেছে।
সু চির দল দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।
এএফপি জানিয়েছে, অং সান সু চি এবারের নির্বাচনেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন। তিনি জনগণকে করোনার ভয় না করে ব্যাপকভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেশটিতে সূর্য ওঠার আগেই অনেকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে যান। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অনেকে ভোট দিয়েছেন।
মিয়ানমারে সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সেনাসদস্যদের জন্য বরাদ্দ। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দেখভালও সেনাবাহিনী হাতে।
এসএস//