কোটি টাকা-ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার
- Update Time : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ০ Time View
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় সোমবার ৯ নভেম্বর সকাল ১০টার সময় র্যাব-৭ একটি বাসায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫৩০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৭।
গ্রেফতারকৃতরা হলেন—মো.শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৮)।
র্যাব জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক ৪ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে। এই বাড়িতে ভাড়া থাকা রোহিঙ্গা দম্পতির বাসায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নগদ ১ কোটি ১৭ লাখ টাকা এবং ৫৩০০ পিস ইয়াবা ট্যাবলেট। এই দম্পতি চট্টগ্রামে অবস্থান করে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএস//