শিরোনাম:
২১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু
- Update Time : ১১:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে তেলবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ রোববার ৮ নভেম্বর সকালে সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনমাস্টার।
স্টেশনমাস্টার জানান,কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামত করে। এরপর আজ সকাল ৮টা থেকে চালু করা হয়েছে। গতকাল সিলেটের ট্রেনগুলো বাতিল করা হয়েছে। আর বিকেল ৩টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ‘কালানী’ ছেড়ে আসবে।
স্টেশনমাস্টার আরও জানান, এই লাইনে কাজ আরও এক সপ্তাহ চলবে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এসএস//