হোয়াটসঅ্যাপের মেসেজ মুছবে নিজে থেকেই
- Update Time : ০৩:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : হোয়াটসঅ্যাপের মেসেজ নিজে থেকেই মুছে যাবে। ইতিমধ্যে এমন মেসেজ পাঠানোর সুবিধার কথা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে নতুন ফিচার যুক্ত হচ্ছে।
ফিচারটি এলে নির্দিষ্ট সময় পর নিজে থেকেই মুছে যাবে মেসেজ।
ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, আলোচিত এ ফিচারটি পরীক্ষামূলকভাবে অল্প কিছু ব্যবহারকারী ব্যবহার করতে পারছেন। এ মাসেই অ্যান্ড্রয়েড, আইওএসসহ সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার ব্যবহার করলে সাত দিন পর পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এই ফিচার ব্যবহার করতে যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করে ‘কন্টাক্ট নেম’ এ চাপ দিয়ে ধরলেই ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশন আসবে। সেখান থেকে ‘কন্টিনিউ’ অপশনটি ক্লিক করে ‘অন’ বাটন সিলেক্ট করতে হবে।
প্রতিটি গ্রুপে গিয়ে আলাদাভাবে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি সক্রিয় করতে পারবেন ব্যবহারকারীরা।
এসএস//