শিরোনাম:
ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
- Update Time : ০১:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মনজিলা বেগম (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ রোববার ৮ নভেম্বর সকালে সিরাজগঞ্জ-ঢাকা রেল সড়কের সদর উপজেলার সরকারপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনজিলা সদর উপজেলার কালিয়া পূর্বপাড়া গ্রামের আমিনুর তালুকাদের স্ত্রী ও তিন সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই পরিবারে কলহ চলে আসছিলো। সোমবার রাতেও পারিবারিক কলহ বাঁধে। তারই জের ধরে আজ (রোববার) সকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন এই গৃহবধূ।
সিরাজগঞ্জ জিআরপি’র থানা পুলিশ জানান, রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এসএস//