আমন ধান সংগ্রহ শুরু পঞ্চগড়ে
- Update Time : ০৬:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোদমে আমন ধান কাটা শুরু করেছে কৃষকরা। ধানের বাম্পার ফলন ও দামে খুশি তারা। প্রতি মণ মোটা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা দরে। পঞ্চগড়ের জমি এমনিতেই অপেক্ষাকৃত উচু। এবারের পর্যাপ্ত বৃষ্টিপাত,ধানের রোগবালাই কম ও সার সরবরাহ যথেষ্ট থাকায় আমন চাষ এ জেলার কৃষকদের আর্শীবাদ হিসেবে দেখা দিয়েছে।
আবার অনেক কৃষক আগাম জাতের ধানের চাষ করেছে। তারা আগাম ধান কেটে ভালো দামে ধানের খড় বিক্রি করছে। কারণ এ সময় গরুর খড়ের চাহিদা থাকে প্রচুর। কার্তিকের প্রথম দিকে আগাম ধান কাটার সুবিধা থাকায় কৃষকেরা লাভবান হয়। ধান বিক্রি করে কৃষক অন্য ফসলে এ অর্থ বিনিয়োগ করতে পারে।
এ বছর বিঘা প্রতি ধানের ফলন ১৩ থেকে ১৫ মণ পর্যন্ত হচ্ছে। দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের কৃষক অনিল জানান, এবার তিনি স্বর্ণ জাতের ধান তিন বিঘা জমিতে চাষ করেছেন, বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৬ মণ করে। ধান কাটার পর তিনি আলু লাগিয়েছেন।
কৃষি বিভাগ থেকে জানা গেছে, দেবীগঞ্জে আমনের চাষ হয়েছে ২২ হাজার হেক্টর জমিতে। সব জমিতেই ভালো ধান হয়েছে।
এসএস//