সাকিবের করোনা নেগেটিভ, পজিটিভ মাহমুদউল্লাহর
- Update Time : ০১:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তবে দুঃসংবাদ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি করোনা পজিটিভ হয়েছেন। হোয়াটসঅ্যাপ বার্তায় জাতীয় দলের স্পিন অলরাউন্ডার সাংবাদিকদের টেস্টের ফল নিশ্চিত করেছেন।
শনিবার বিকেলে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। রাতেই করোনা নেগেটিভ ফল পেয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এজন্য ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হচ্ছে। সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টার ভেতরে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ১০ নভেম্বর মাহমুদউল্লাহ রিয়াদের পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেজন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের আগে ধাক্কা খেলেন। করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন তিনি। পিএসএলে অংশগ্রহণের সুযোগ নেই। মাহমুদউল্লাহকে থাকতে হচ্ছে আইসোলেশনে। পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল মুলতান সুলতান।
এসএস//