1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
ঠাকুরগাঁওয়ে করলা চাষে ঝুঁকেছেন কৃষকরা - সারাদেশ.নেট
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস জোরপূর্বক গুম হওয়া ব্যাক্তিদের একটি তালিকা তদন্ত কমিশনে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন : আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর হলেন এডভোকেট তাজুল ইসলাম ইতালিতে ওয়ার্ক পারমিট নিশ্চিতে দ্বিপাক্ষিক আলোচনার উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসী উন্নয়ন সমিতির আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ সাংবাদিক ইমনের অবস্থা আশঙ্কাজনক : প্রয়োজন উন্নত চিকিৎসা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নের বিরুদ্ধে অপপ্রচার : প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন নতুন সরকারকে সর্বাত্মক সহায়তা করবেন রাষ্ট্রপতি : সৌজন্য সাক্ষাৎ শেষে জানিয়েছেন সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন পদত্যাগ করে পালিয়েছে শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে করলা চাষে ঝুঁকেছেন কৃষকরা

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

সারাদেশ ডেস্ক : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় করলা চাষে ঝুঁকেছেন স্থানীয় কৃষকরা। কারন অল্পসময়ে কম পুঁজিতে বেশি লাভ হয় বলে, এ অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে করলা চাষ।
এ উপজেলায় চলতি মৌসুমেও করলার বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি এবার ভালো দাম পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ করলা চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ২২০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ফলন হয়েছে প্রায় ১৭ হাজার কেজি। করলা চাষিদেও প্রূেয়াজনীয় পরামর্শসহ সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি দপ্তর।
আরও জানান, সদর উপজেলার রাজাগাঁও, আসান নগর, চাপাতি, রাজারামপুর, খড়িবাড়ি, দক্ষিন বঠিনা, উত্তর বঠিনা, ঝলঝলি, ফরিদপুর, বড়দেশ্বরী, ধর্মপুর, বোয়ালিয়া, চোপড়াপাড়াসহ রুহিয়ার বিভিন্ন এলাকার প্রায় দু’শজন কৃষক করলা চাষ করেছেন।

করলা চাষিরা জানান, সাধারণত বছরে দ’ুবার করলা চাষ করা যায়। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত একবার এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আরেকবার করলা চাষ করা যায়। সাধারণত রোপণের চল্লিশদিন থেকে পঞ্চাশদিনের মধ্যে ফলন পাওয়া যায়।

এসএস//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *