ঠাকুরগাঁওয়ে করলা চাষে ঝুঁকেছেন কৃষকরা
- Update Time : ০৩:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় করলা চাষে ঝুঁকেছেন স্থানীয় কৃষকরা। কারন অল্পসময়ে কম পুঁজিতে বেশি লাভ হয় বলে, এ অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে করলা চাষ।
এ উপজেলায় চলতি মৌসুমেও করলার বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি এবার ভালো দাম পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ করলা চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ২২০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ফলন হয়েছে প্রায় ১৭ হাজার কেজি। করলা চাষিদেও প্রূেয়াজনীয় পরামর্শসহ সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি দপ্তর।
আরও জানান, সদর উপজেলার রাজাগাঁও, আসান নগর, চাপাতি, রাজারামপুর, খড়িবাড়ি, দক্ষিন বঠিনা, উত্তর বঠিনা, ঝলঝলি, ফরিদপুর, বড়দেশ্বরী, ধর্মপুর, বোয়ালিয়া, চোপড়াপাড়াসহ রুহিয়ার বিভিন্ন এলাকার প্রায় দু’শজন কৃষক করলা চাষ করেছেন।
করলা চাষিরা জানান, সাধারণত বছরে দ’ুবার করলা চাষ করা যায়। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত একবার এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আরেকবার করলা চাষ করা যায়। সাধারণত রোপণের চল্লিশদিন থেকে পঞ্চাশদিনের মধ্যে ফলন পাওয়া যায়।
এসএস//