ইতিহাসের প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- Update Time : ১২:২৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন।
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ৪৬তম হলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে তাঁর রানিংমেট কমলা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট।
নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর এক টুইট বার্তায় কমলা হ্যারিস বলেন, ‘এই নির্বাচন আমার বা জো বাইডেনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি যুক্তরাষ্ট্রের আত্মা ও আমাদের লড়াইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে। চলুন আমরা শুরু করি।’
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হওয়ার আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে সবচেয়ে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট।
বাইডেনের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ইতিহাস রচিত হওয়াও নিশ্চিত হয়ে গেছে। আর তা হলো ‘কমলা হ্যারিস’।
যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম বড় কোনো দল থেকে কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছিলেন। ফলে এখন বাইডেনের জয় নিশ্চিতের মধ্য দিয়ে কমলাই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। কমলাই প্রথম দক্ষিণ এশীয় মার্কিন, যিনি মার্কিন রাজনীতিতে এত উচ্চ পদে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন তিনি। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, স্টেট অ্যাটর্নি জেনারেল ও সিনেটর হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
ডিএ/এসএস/