দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- Update Time : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : হিমালয় কাছে হওয়ার কারনে পঞ্চগড়ে শীতের প্রকোপ সবসময় একটু বেশিই থাকে। শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এ জেলায়।
আজ রোববার ৮ নভেম্বর সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
এর আগে গত শনিবার সকাল ৬টায় ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিন দিন তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত এক সপ্তাহে এ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সামনের দিনগুলোতে তামপাত্রা আরো কমে আসতে পারে।
পঞ্চগড়ে গত এক সপ্তাহ ধরে অনুভুত হচ্ছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সাথে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ে থাকে পুরো জেলা। ক্রমশ কমছে তাপমাত্রাও। গত এক সপ্তাহের ব্যবধানে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে এসেছে ১৩’র ঘরে।
এসএস//