ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন ময়েশ্চারাইজার
- Update Time : ০১:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : শীতের আগমনী বার্তায় প্রকৃতি সেজেছে তার আপন রুপে । আর আমাদের ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে । এ সময় ত্বক হয়ে যায় অমসৃণ ও ফ্যাকাসে। এ জন্য দরকার ত্বকের বাড়তি যত্ন।
তাই শীতে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
শীতে এ সময়ে ঘরেই তৈরি করতে পারেন ময়েশ্চারাইজার।
এতে বিষাক্ত কেমিক্যালের হাত থেকে ত্বক সুরক্ষিত থাকবে এবং অ্যালার্জি ও ব্রণের সমস্যাও হবে না।
ঘরে তৈরি ময়েশ্চারাইজার। ত্বকের দাগ ও সূর্যের আলো থেকে রক্ষা করে। এ ছাড়া শুকনো হয়ে যাওয়ার থেকে ত্বককে রক্ষা করে।
নারিকেল তেল দিয়ে ময়েশ্চারাইজার
খাঁটি নারিকেল তেল হাফ কাপ,ভিটামিন ই ক্যাপসুল ৩টা, ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল ১২ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন
একটা বাটিতে গরম পানি নিন। তার ওপর একটা বাটিতে নারিকেল তেল ঢেলে ভালো করে গলিয়ে নিন। এবার এই তেলের মধ্যে সব উপকরণ দিয়ে দিন। এবার পুরো মিশ্রণটা ঠাণ্ডা হলে কাচের পাত্রে সংরক্ষণ ও ব্যবহার করুন।
অ্যালোভেরা ময়েশ্চারাইজার
উপকরণ
নারিকেল তেল ২ চামচ, অ্যালোভেরা জেল ৪ চামচ, ভিটামিন ই অয়েল এক চামচ ও আমন্ড অয়েল ২ চামচ।
যেভাবে তৈরি করবেন
একটি পরিষ্কার বাটিতে প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে তার মধ্যে নারিকেল তেল, ভিটামিন ই ও আমন্ড অয়েল মিশিয়ে নিন। প্রতিদিন গোসলের পর ব্যবহার করুন।
এসএস//