শিরোনাম:
ক্রিকেট থেকে বিদায় নিলেন এলটন চিগাম্বুরা
- Update Time : ০৬:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ৫ Time View
খেলা ডেস্ক : জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এলটন চিগাম্বুরা সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। পাকিস্তান সফরই হবে তার শেষ আন্তর্জাতিক সফর।
আজ অফিসিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে হারারাতে ওয়ানডে ম্যাচ দিয়ে মাত্র ১৮ বছর বয়সে চিগাম্বুরার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। জিম্বাবুয়ের হয়ে তিনি ২১৪টি ওয়ানডে, ১৪টি টেস্ট এবং ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ খেলছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। চলমান পাকিস্তান সিরিজ বাদে তিনি দেশের হয়ে ২৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে ৫৭৬১ রান করার পাশাপাশি নিয়েছেন ১৩৮ উইকেট।
এসএস//