লালমনিরহাটে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- Update Time : ০২:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে এক যুবককে গণপিটুনিতে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় আনা মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে আলী হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ৭ নভেম্বর ভোরে রাজধানীর ভাটারা থানার কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র সারাদেশ’কে বিষয়টি আজ শনিবার ৭ নভেম্বর নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হবে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর জেলার পাটগ্রাম উপজেলায় শহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে। পরে মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলে তারা। জুয়েল রংপুর শহরের প্রাণকেন্দ্র শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুরের একটি স্কুলে লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি হারাতে হয়।
নিহত যুবক অত্যন্ত নিরীহ ও ভদ্র প্রকৃতির ছিলো বলে পরে জানা গেছে।
এসএস//