মিয়ানমারে নির্বাচন কাল: রোহিঙ্গারা ভোটাধিকার থেকে বাদ
- Update Time : ০১:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল রবিবার ৮ নভেম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচন।
মিয়ানমারের দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসনের অবসান ঘটানোর পর গণতান্ত্রিক জমানায় এটি দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭০ লাখ।
তবে এবারের নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে রোহিঙ্গাসহ সংখ্যালঘু ২৬ লাখ জাতিগোষ্ঠিকে। নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে আরও ৯১ দলও নির্বাচনে অংশ নিচ্ছে।
২০১৫ সালে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে। ধারণা করা হচ্ছে, এবারও ক্ষমতায় আসতে যাচ্ছে সু চির দল। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন সু চি। এমনকি আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও ওঠে শান্তিতে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে।
এসএস//