টিয়া পাখির ডাকে আগুন থেকে রক্ষা
- Update Time : ০৪:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : পোষা টিয়া পাখির ডাকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচলেন এক ব্যক্তি।
প্রতিদিনের মতো রাতে ঘুমাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েন নামের এক ব্যক্তি। হঠাৎ পোষা টিয়া তার নাম ধরে ডাকতে থাকে। পরবর্তী সময়ে তিনি ধোঁয়ার গন্ধ পান এবং বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান।
স্থানীয় একটি সংবাদমাধ্যমে অ্যান্টন এনগুয়েন বলেন, ‘একটি বিস্ফোরণ হয়। এরপর আমার পোষা টিয়া এরিকের চিৎকারে ঘুম ভাঙে। দ্রুত এরিককে নিয়ে বাইরে বের হই। পরে বাড়ির পেছনের অংশে ধোঁয়া দেখতে পাই। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তবে এখন ঠিক আছি।’
এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
কুইন্সল্যান্ডের দমকল ও জরুরি সেবা বিভাগ জানান, টিয়া পাখি তার মালিককে ‘অ্যান্টন অ্যান্টন’ বলে ডাকাডাকি করে। এই ডাক শুনেই ঘুম থেকে জাগা পান অ্যান্টন এনগুয়েন। পরবর্তী সময়ে বাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন।
এসএস//