আদালত সমূহে সকলের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে
- Update Time : ০২:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক: অধস্তন আদালতসমূহে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে।
সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশংকা করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় অধস্তন আদালতসমূহে সকলের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন। এমতাবস্তায়,অধস্তন আদালতসমূহে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’‘মাস্ক পরিধান করুন,সেবা নিন’ ইত্যাদি বার্তা উপযুক্ত মাধ্যমে দৃশ্যমান করাসহ সকল বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী,আদালতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীসহ সেবাগ্রহণকারীর সার্বক্ষণিক মাস্ক পরিধান এবং হাইকোর্ট বিভাগের গত ৩০ জুলাই তারিখের বিজ্ঞপ্তিমূলে প্রচারিত সুরক্ষামূলক ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।”
ডিএ/এসএস//