আখাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের রশিদপুর-সাতগাঁও রেলসেকশনের তেলবাহী ট্রেনের লরির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সাতগাঁও রেলস্টেশন মাস্টার মো. আবদুল রহিম ও আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার মো. জসীম উদ্দিন বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্দ্ধতন সহকারী প্রকৌশলী (হেডটিএক্সআর) আবদুল খালেক জানান, ৯৫১ নম্বর মালবাহী ট্রেনটি সকাল পৌনে ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যায়। সাতগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম- সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়। বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা লাগবে বলে জানান তিনি।
এসএস//
Leave a Reply