শিরোনাম:
ঢাকা দক্ষিনে আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- Update Time : ১২:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকা দক্ষিনের বংশাল বিদ্যুৎ উপকেন্দ্র মেরামত করা হবে আজ । এ জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুত থাকবে না
ডিপিডিসি সূত্রে জানা যায়, পুরান মোগলটুলী (আংশিক), বংশাল (আংশিক), লুৎফর রহমান লেন (আংশিক), মালিটোলা রোড, হাজি মঈনউদ্দিন রোড (আংশিক), মাজেদ সরকার রোড, আগা সাদেক রোড (আংশিক), আবদুল হাজি লেন, আগামসি লেন, গাজী ওসমান গনি রোড, সিদ্দিক বাজার, কাজী আলাউদ্দিন রোড (আংশিক), হাজি আবদুর রশীদ লেন (আংশিক), বংশাল রোড (আংশিক), সিক্কাটুলি, নর্থ সাউথ রোড এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। ।
এসএস//