শিরোনাম:
বিমানের টয়লেট থেকে ৬৮ স্বর্ণের বার উদ্ধার
- Update Time : ০৯:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি প্লেন থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার ৬ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়। এ সময় ওই প্লেনের টয়লেটে টিস্যু রাখার বক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন সাত কেজি আটশ’ গ্রাম।
কাস্টমস জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
এসএস//