মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ পদ্মাসেতু এলাকা থেকে: পদ্মাসেতুর ‘ওয়ান-বি’ পিলারের ওপর ৩৬তম স্প্যান বসানো হলো। এখন দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৪০০ মিটার।
দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর সফলভাবে স্প্যানটি স্থায়ীভাবে বসানো হয়েছে। আর মাত্র ৫টি স্প্যান বসানো বাকি থাকলো।
৩৫তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসলো এই স্প্যানটি। ৬ হাজার ১৫০ মিটারের সেতুতে স্প্যান বসবে ৪১টি। আর মাত্র ৫টি স্প্যানে ৭৫০ মিটার দৃশ্যমান বাকি পদ্মাসেতুর।
শুক্রবার ৬ নভেম্বর সকাল ৯টা ৪২ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হয় বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।
স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ চলছে। এটি চালু হলে দেশের অর্থনৈতিক ও যোগাযোগ ক্ষেত্রে আমূল-পরিবর্তন হবে।
ডিএ/এসএস//
Leave a Reply