ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- Update Time : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর দিবাগত রাতে এই বিষয়ে কথা হয় বিমানবন্দর রেল-স্টেশন এর পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে রাতে তাদের একমাত্র ছেলে অংকুর চৌধুরী তার পিতা-মাতার মরদেহ শনাক্ত করেন।
ছেলের কাছ থেকে জানা গেছে তাদের বাড়ি চট্টগ্রাম জেলায়।
বর্তমানে নিহত দম্পতি থাকতো বাসাবো মায়াকানন এলাকায়।
ঘটনাস্থলের লোকজন জানায়, ঘটনার আগে ওই দম্পতির রেললাইনে বসে ছিল।
এটি আত্মহত্যা না দূর্ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ দুটি বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়িতেই আছে।
এসএস//