গুয়েতেমালায় ভূমিধসে ৫০ জনের মৃত্যু
- Update Time : ০৮:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : সামুদ্রিক ঝড় ‘ইতা’র প্রভাবে সৃষ্ট বর্ষণ ও ভূমিধসে মধ্য আমেরিকায় দেশ গুয়েতেমালায় কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার ৬ নভেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়াম্মাত্তি বলেছেন, মারা যাওয়াদের অর্ধেকই একটি শহরের, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া অন্তত ২০টি বাড়ি কাদা মাটির নিচে চাপা পড়েছে বলে খবরে বলা হয়।
মঙ্গলবার ৩ নভেম্বর হারিকেনের শক্তি নিয়ে পার্শ্ববর্তী নিকারাগুয়ায় আঘাত হাতে ‘ইতা’। পরে ঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গুয়েতেমালায় এগিয়ে যায়।
এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেন, অর্ধেক দিনেরও কম সময়ে পুরো মাসের বৃষ্টিপাত হয়েছে। তীব্র বর্ষণের কারণে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত শহর স্যান ক্রিস্টোবাল ভেরাপাজসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন না।
ঘণ্টায় ১৪০ মাইল বাতাসের বেগে ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি নিয়ে ‘ইতা’ প্রথমে নিকারাগুয়ায় আঘাত হানে। পরে মৌসুমি ঝড়ে রূপ নিয়ে পার্শ্ববর্তী হন্ডুরাস ও সবশেষ গুয়েতেমালায় আঘাত হানে।
এসএস//