শিরোনাম:
চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
- Update Time : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে শরিফ হোসেন শুভ (২০) নামে এক যুবকের আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শরিফ নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ঢাকাইয়াপাড়া মেলার ডাঙ্গা এলাকা শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানান, বুধবার ৪ নবেম্বর রাত ৯টার দিকে খোকশাবাড়ীর কলেজ স্টেশন এলাকায় আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শরিফ। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এসএস//