শিরোনাম:
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশের অবস্থান
- Update Time : ০৪:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্য বিভাগগুলোয় তা সামান্য কমতে পারে। পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৭ মিনিটে এবং আগামীকাল ভোর ৬ টা ৮ মিনিটে।
এসএস//