উচ্চ ফলনশীল লাউয়ের জাত উদ্ভাবন
- Update Time : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ২ Time View
কৃষি ডেস্ক : উচ্চ ফলনশীল বিইউ লাউ-২ নামে এক লাউয়ের জাত উদ্ভাবন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক সম্প্রতি ওই লাউয়ের জাতটি উদ্ভাবন করেন।
গত ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ ফলনশীল বিইউ লাউ-২ এর জাতটি উন্মুক্ত পরাগায়িত (ঙচ)। জাতটির ফলনের তুলনায় অঙ্গজ বৃদ্ধি খুব কম যা আধুনিক বা স্মার্ট কৃষির জন্য উপযোগী। জাতটি অধিক ফলন দেয়। জাতটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আগাম জাত হিসাবে জুলাই-আগস্ট মাস থেকেই এর বীজ বপন করা যায়। দেশীয় লাউয়ের ন্যায় এ জাতটি হালকা সবুজ বর্ণের, গিঁটে গিঁটে ফল ধরে। ফলের গড় ওজন ১.৫-২.০ কেজি। যা বর্তমান ছোট পরিবারগুলোর চাহিদার সঙ্গে মানানসই। বিইউ লাউ ২ জাতটি বিদেশি মাতা লাউয়ের সঙ্গে দেশি পিতা লাউয়ের সংকরায়ণ পরবর্তী নির্বাচনের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। লাউয়ের জাতটি উদ্ভাবনে ৬-৭ বছর সময় লেগেছে।
জানা গেছে, জাতটির অঙ্গজ বৃদ্ধি কম হওয়ায় স্বল্প জায়গায় এমনকি ছাদ বাগানে সহজে চাষ করা সম্ভব।
এসএস//