ইউকে-বাংলাদেশ যৌথ সংস্থা আদমজী ইপিজেডে বিনিয়োগ করবে
- Update Time : ০১:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স এভারগ্রীন সাইকেলস লিমিটেড আদমজী ইপিজেডে ১৫.৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি সাইকেল উৎপাদন শিল্প প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
সংস্থাটি বছরে ২লাখ পিস বড়দের সাইকেল,ছোটদের সাইকেল এবং বড়দের বৈদ্যুতিক সাইকেল তৈরি করবে, যেখানে ৭১ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)র কার্যনির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামের উপস্থিতিতে নগরীর বেপজা কমপ্লেক্সে বেপজা ও মেসার্স এভারগ্রীন সাইকেল লিমিটেডের মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বেপজা’র সদস্য (বিনিয়োগ প্রমোশন) মো. মাহমুদুল হোসেন খান এবং এভারগীন সাইকেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক বাবুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ ফারুক আলম, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর ও জেনারেল ম্যানেজার (বিনিয়োগ প্রমোশন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।
এসএস//