হোয়াইট হাউজে উৎকন্ঠা !
- Update Time : ১২:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ভোটের রাতে সারারাত ধরে হোয়াইট হাউজে ছিল টানটান উত্তেজনা।
প্রেসিডেন্টের সব কর্মী এবং তার নির্বাচনী প্রচারণার কর্মকর্তারা প্রায় সারা রাত সেখানেই ছিলেন।
ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকবেন কীনা, সেটা যখন নিশ্চিত করে বলা যাচ্ছে না, তখন একটা কাজই তারা করতে পারেন- কেবল অপেক্ষা করা আর মদ পান করে যাওয়া। প্রচুর পরিমাণে।
মঙ্গলবার ৩ নভেম্বর সকালে হোয়াইট হাউজের নারী কর্মীরা কাজে এসেছিলেন উৎসবের পোশাক পরে। তাদের পরনে ছিল রিপাবলিকানদের লাল সোয়েটার, স্কার্ট, আর উঁচু হিলের জুতো। মনে হচ্ছিল তারা যেন পরস্পরকে টেক্সট মেসেজ পাঠিয়ে আগেই ঠিক করে নিয়েছেন, কে, কী পোশাক পরে কাজে আসবেন।
সারাদিন ধরে তারা নির্বাচনের খবর দেখেছেন এবং ফল কী হতে পারে সেটা নিয়ে ভেবেছেন।
এসবের পরও হোয়াইট হাউজে সবার মধ্যে কেমন যেন একটা উৎকণ্ঠা দেখা যাচ্ছিল। একজন কর্মী একটি বিয়ারের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে, বোতলের কাগজের লেবেলটি কিছুটা খুলে গেছে।
এই কর্মীরা কাজ করেন হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে। যেটা কিনা হোয়াইট হাউজে প্রেসিডেন্টের প্রশাসনের একেবারে মূল কেন্দ্র। সেখানে হোয়াইট হাউজের কর্মীদের দেখে মনে হচ্ছিল তারা বেশ নার্ভাস। যদিও অনেকে নিজেদের বলিষ্ঠ এবং আত্মবিশ্বাসী বলে দেখানোর চেষ্টা করছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।
এসএস//