শ্রমিক লীগ নেতার হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা
- Update Time : ০১:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
পটুয়াখালী প্রতিনিধি : উপজেলার কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা মো. জুয়েল প্যাদার (৩৫) হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার ৪ নভেম্বর রাত সাড়ে আটটার সময় উপজেলার টিয়াখালী ইউনিয়নের তাপবিদ্যুৎকেন্দ্রমুখী ছয় লেন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পড়ে স্থানীয় লোকজন তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, জুয়েল প্যাদার অবস্থা আশঙ্কাজনক। শরীরের বিভিন্ন জায়গায় কোপসহ আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে দুজনকে আটক করেছে কলাপাড়া থানা–পুলিশ। আটকৃতরা হলেন বশির চৌকিদার ও সোহেল হাওলাদার।
কলাপাড়া থানা পুলিশ বলেন, ইতিমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এসএস//