শুটিংয়ে আহত গ্ল্যামারস্ নায়িকা পরীমনি
- Update Time : ০৭:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারস নায়িকা পরীমনি শুটিং-এ আহত হয়েছেন ।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার নিয়ে সিনেমা ‘প্রীতিলতা’-এর দৃশ্যধারণের সময় বুধবার ৪ নভেম্বর রাজধানীর নিকেতনে আহত হন তিনি। ছবির একটি দৃশ্যে লাঠিখেলার শুটিং করতে গিয়ে আহত হন পরীমনি।
রাশিদ পলাশ বলেন—অনেকদিন ধরেই লাঠিখেলা আয়ত্ত করার চেষ্টা করছিলেন পরীমনি। তারপরও কীভাবে যেন তার হাতে চোট লেগে যায়। হাতে আঘাত পেয়েও দমে যাননি। কাজটুকু শেষ করার পরই বিশ্রামে যান। সত্যি তার কাজ ও পেশাদারিত্ত্বে আমরা পুরো ইউনিট মুগ্ধ!
বৃহস্পতিবার ৫ নভেম্বর শুটিং বন্ধ রেখেছেন পরিচালক। শুক্রবার থেকে আবার শুটিং শুরু করবেন। তবে পরীমনি শনিবার ৭ নভেম্বর থেকে শুটিংয়ে অংশ নেবেন। রাশিদ পলাশ বলেন—আশা করছি, এরই মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন।
রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং গত ১ নভেম্বর থেকে উত্তরায় শুরু হয়। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। সিনেমাটির পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল।
এসএস//