দুদকের মামলা : সওজের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে
- Update Time : ০৬:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন। কমিশনের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন।
অপর মামলায় আনোয়ারা বেগম ও তার স্বামী মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন।
তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের হয়েছে।
এসএস//