শিরোনাম:
জয়পুরহাটে তরুণীকে আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার ১
- Update Time : ০৩:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
জয়পুরহাট প্রতিনিধি : বিদেশে পাঠানোর কথা বলে ১৭ বছরের তরুণীকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৩) গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার ৫নভেম্বর মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস সদর উপজেলার চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
জয়পুরহাট সদর থানা পুলিশ জানান, এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এসএস//