সারাদেশ ডেস্ক : এ রিপোর্ট লেখা পর্যন্ত বাইডেন ইলেকটোরাল ভোটে এগিয়ে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রচারিত খবর অনুযায়ী ২৬৪টি ইলেকটোরাল ভোটে এগিয়ে বাইডেন এবং ট্রাম্প এগিয়ে ২১৪ টিতে। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে জয়ের জন্য প্রয়োজন ২৭০টি।
আগামী চার বছরের জন্য ডনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউজে থাকবেন নাকি জো বাইডেন হতে চলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট আর কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে।
৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ১০ কোটির বেশি ভোটার আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি ইতিহাসে একটি রেকর্ডও।
সুইং স্টেট মিশিগান ও উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলেছেন জো বাইডেন।
এখন রিপাবলিকান দলীয় প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডের চোখ পেনসিলভেনিয়ার দিকে। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ২০টি। প্রেসিডেন্ট হতে হলে এই আসনে জয় ছাড়া পথ নেই ডনাল্ড ট্রাম্পের। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখানে ৮৭ ভাগ ভোট গননা হয়েছে। এতে ট্রাম্প এগিয়ে আছেন। এখানে আগাম মেইলে প্রদত্ত ভোট গননা বাকী রয়েছে। তবে পেনসিলভেনিয়াতে জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী ডেমোক্র্যাটরা। জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে থাকলেও এ অঙ্গরাজ্যের ভোটও গণনাও তাদের পর্যবেক্ষণে রয়েছে।
এমন পরিস্থিতিতে বাইডেন শিবির জানিয়েছেন, “আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং আশা করছি শেষটা আমাদের অনুকূলে আসবে।”
ডিএ/এসএস//
Leave a Reply