শিরোনাম:
হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ শুরু
- Update Time : ০৫:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করছে হাজারো বিক্ষোভকারী। ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তারা। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি ওয়াশিংটন। খবর ওয়াশিংটন পোস্টের।
মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পেতে এখনো সময় বাকি। তার পূর্বেই হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প পুন:নির্বাচিত হলে মাসব্যাপী এখানে অবস্থান করে বিক্ষোভ অব্যাহত রাখবেন তারা।
ইতোমধ্যেই হোয়াইট হাউসের বাহিরে ওয়াশিংটন ডিসির পুরো রাস্তা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদে সংঘর্ষও হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে এ বিক্ষোভ শুরুর আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসএস//