সাড়ে ৪১ হাজার শিক্ষার্থী স্মার্ট ফোন কিনতে ঋণ পাচ্ছে
- Update Time : ০৭:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ০ Time View
বিশেষ প্রতিবেদক : বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতেই আর্থিকভাবে অস্বচ্ছল এসব শিক্ষার্থীকে স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীর প্রত্যেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা ঋণ পাবে। বুধবার অনলাইন প্লাটফর্মে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের এ ঋণ দিতে অর্থ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে সংশ্লিষ্ট খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক গঠিত ‘সফটলোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেয়া হবে। শিক্ষার্থীকে শুধুমাত্র আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবে।
করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে অনলাইনে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে ৯ আগস্ট দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীর তালিকা চেয়ে ভিসিদের কাছে চিঠি দেয় ইউজিসি। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়সমূহ যাচাই-বাছাই করে সর্বমোট ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীর তালিকা কমিশনে পাঠান।
তালিকায় আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ৫৫৬ জন (১৯.৮৯ শতাংশ) এবংসর্বনিম্ন সংখ্যা খুলনা প্রকৌশল ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৮৬০ জন (৩.৩৬ শতাংশ)।
এসএস//