লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ৬ দোকান
- Update Time : ০৫:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে কয়েকটি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত প্রায় ১০টায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ দোকানগুলোতে একযোগে আগুন দেখা দিলে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার আগেই জহির স্টোরের মুদি দোকান, জাকির মেডিসিন, ফয়সাল স্টোর, আনোয়ার ইলেকট্রিক সম্পূর্ণ ভস্মীভূত ও বন্দে আলী ভূঁইয়া ও মান্নান কামারের চা দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় ত্রিশ মিনিট পর রামগঞ্জ ফায়ার ষ্টেশন ঘটনাস্থলে পৌঁছায়।
রামগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের ইনচার্জ জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এসএস