শিরোনাম:
অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার আইএসের
- Update Time : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ২ Time View
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার ৩ নভেম্বর তাদের পক্ষ থেকে দায় স্বীকার করে টেলিগ্রামে ছবিসহ একটি বিবৃতি প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
বিবৃতিতে কোনো প্রমাণ না দিয়ে কমপক্ষে চারজনকে হত্যা এবং ২২ জনকে আহত করেছে বলে তারা দাবি করেছে।
এর আগে ভিয়েনার ছয় স্থানে রাইফেল নিয়ে একদল হামলাকারী হামলা চালায়। যেখানে এক বন্দুকধারীসহ মোট চারজন নিহত হয়। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।
অস্ট্রিয়ার চ্যান্সেলর এই হামলাকে বিদ্বেষপূর্ণ ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।
ভিয়েনায় গোলাগুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। এই ভয়াবহ হামলায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এসএস//