শিরোনাম:
বিয়ে করতে এসে বর কারাগারে
- Update Time : ০১:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশে ডেস্ক: মাগুরার শালিখা উপজেলায় বাল্যবিয়ের চেষ্টার অপরাধে বরের ছয় মাসের কারাদণ্ড ও কনের মায়ের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার ছান্দড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার মেয়ে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর (১৩) বাল্যবিয়ে হচ্ছে- এমন তথ্য পেয়ে সোমবার (২ অক্টোবর) রাতে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বিয়ে করতে আসা বর যশোরের আরএন রোডের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জুয়েলকে (৩১) ঘটনাস্থল থেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা নার্গিস বেগমকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। দুইজনকে দণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেন তিনি।
এসএস//