শিরোনাম:
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
- Update Time : ০১:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখার সহকারী ম্যানেজার নিহত হয়েছেন।
গতকাল সোমবার ২নভেম্বর রাত নয়টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নাম সেকান্দর আলী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আবদুল গনির ছেলে।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয় মং মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাঙ্গালাহলিয়ার তালুকদার বিল্ডিংয়ে গ্রামীণ ব্যাংকের সহকারী ম্যানেজারের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনি মারা যান।
চন্দ্রঘোনা থানা পুলিশ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে তারা। ময়না তদন্তের জন্য লাশ মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এসএস//