আজ ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ট্রাম্প না বাইডেন ?
- Update Time : ০১:৫১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : বহুল প্রতীক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আজ ৩ নভেম্বর।
মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যপক কৌতূহল রয়েছে। দেশের নীতিনির্ধারক বা সচেতন মহলের চোখ রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে।
মঙ্গলবার ৩ নভেম্বরের নির্বাচনের ফল কি হতে যাচ্ছে? এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচন এটি। বিশ্ব মিডিয়ার আগাম রিপোর্ট তারই ইঙ্গিত দিচ্ছে।
এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচন নিয়ে এতোটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফল প্রকাশে বিলম্ব হওয়া ছাড়াও নির্বাচন আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন প্রার্থী এবং তাদের ঘনিষ্ঠরা। জালিয়াতির আগাম অভিযোগও উঠেছে। নির্বাচনের ফল মেনে না নেয়ার হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
উদ্ভূত পরিস্থিতিতে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচন কেন্দ্রিক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ক’দিন ধরে প্রধান প্রধান শহরের অনেক দোকানপাটও বন্ধ রয়েছে। বেশকিছু স্থানে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
বাংলাদেশী বাংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হাসান আহমেদ সওদাগর সারাদেশকে জানান,ইতোমধ্যে প্রায় ৯ কোটি ভোটার আগাম ভোট দিয়ে দিয়েছেন। এটি দেশটির ইতিহাসে নজিরবিহীন। মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণসহ বিভিন্ন কারণে এবার নাগরিকগন আগাম ভোট দিলেন। তিনি জানান, আজ ৩ নভেম্বরে কমপক্ষে আরো ছয় কোটি ভোটার সরাসরি ভোট দিতে যাচ্ছেন। জনমত জরিপে এখনও পিছিয়ে আছেন রিপাবলিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই বিবেচনায় পর্যবেক্ষকরা সুবিধাজনক অবস্থানে দেখছেন ডেমোক্রেট প্রার্থী, দুইবারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে। কিন্তু তারাও হলফ করে বলতে পারছেন না ভোটাররা চূড়ান্তভাবে কার হাতে হোয়াইট হাউসের চাবি তুলে দিতে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, মতামত বা জরিপ সব সময় সঠিক হবে এমন নয়। শেষ সময়ে নাটকীয়ভাবে হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।
ডিএ/এসএস/