হাসপাতালে ম্যারাডোনা
- Update Time : ০১:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ২ Time View
স্পোর্টস ডেস্ক : ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে হঠাৎ হাসপাতালে নেয়া হয়েছে ম্যারাডোনাকে। তিনি লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি আছেন।
তার হাসপাতালে নেওয়ার খবরে বেশ দুশ্চিন্তার জন্ম দিয়েছে। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন ,খুব একটা গুরুতর নয় ম্যারাডোনার পরিস্থিতি। আর করোনা হওয়ার কোনো লক্ষণও দেখা যায়নি তার মধ্যে।
চিকিৎসক লিপোলদো লুক সাংবাদিকদের জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো ছিল না এবং তাকে অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে।
চিকিৎসক আরও বলেন, যতটা সুস্থ হলে আমি খুশি হতাম, তিনি অত সুস্থ নন। আমি জানি, তার এর চেয়ে ভালো থাকা উচিত। তার সাহায্য দরকার, এখনই সময় তাকে সাহায্য করার। ডিয়েগো এমন একজন, যিনি মাঝেমধ্যে অসাধারণ এবং বাকি সময় অতটা না। তার আরও ১০ হাজার গুণ ভালো থাকা উচিত। এখানে আনাটা তাকে সাহায্য করবে।
২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার সময়ও অসুস্থ হয়েছিলেন তিনি। আর ২০১৯ সালে পাকস্থলিতে রক্তক্ষরণের কারণে হাসপাতে ভর্তি হতে হয়েছিল তাকে।
এসএস//