নাটোর প্রতিনিধি : নাটোরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ক্লিনিকিটি সিলগালা করে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার ৩ নভেম্বর দুপুরে শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে এ অভিযান চালানো হয়।
জানা যায়, দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ তাদের ব্যবসা পরিচালনার অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
অপরদিকে ওই ক্লিনিকের দুইজন ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক বলে দাবি করে চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এসএস//
Leave a Reply