ট্রেনের ধাক্কায় তিনজনের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০১:১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক দুটি ঘটনায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার ২ নভেম্বর রাতে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ জানায় , মোটরসাইকেলে দুজন ছিলেন। ঘটনাস্থলে সুমন দাস (৪৮) নামের একজন নিহত হন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ নাজিরেরবাগের বাসিন্দা। অপর ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
সোমবার ২ নভেম্বর রাত এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয়ও পাওয়া যায়নি। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক মো. মহিউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে। কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির দেহ ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত ব্যক্তির বয়স পঞ্চাশোর্ধ।
তিনজনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসএস//