সারাদেশ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সময় আজ সোমবার সকাল ১১টার দিকে কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে।
হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে এএফপির খবরে বলা হয়।
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত কথিত সংবাদমাধ্যম ‘আমাক’ এই বিবৃতি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়।
এই ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। কাবুল পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, হামলায় নিহতদের সবাই শিক্ষার্থী। এদের মধ্যে ১০ জন নারী।
হামলায় বেঁচে যাওয়াদের একজন বলেন, সোমবার সকাল ১১টার দিকে এই হামলা হয়। হামলাকারীদের একজন ক্যাম্পাসে ঢুকে আত্মঘাতী বোমা হামলা করেন। এরপর দুজন বন্দুকধারী নির্বিচারে গুলি চালায়। সেসময় প্রায় শতাধিক শিক্ষার্থী দেয়াল টপকে পালাতে থাকে। কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানি বই মেলা উদ্বোধনের ঠিক আগ মুহূর্তেই এই হামলার ঘটনাটি ঘটে । দুই সপ্তাহের কম সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলা।
এসএস//
Leave a Reply