সারা দেশ ডেস্ক : আপনার আদরের সোনা মনির হাতে স্মার্ট ফোনটি তোলে দেওয়া থেকে বিরত থাকুন। যদি একবার দিয়ে অভ্যাস করে ফেলেন তা হলে নিজ হাতে সন্তানের জীবন ধংস করেছেন।
সাময়িক আনন্দের জন্য এই ভয়াবহ কাজটি বেশি ভাগ করে থাকেন মায়েরা।
দেখা যাচ্ছে ১০ থেকে ১২/১৩ বছরের ছেলে মেয়েরা প্রচণ্ডভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। বিভিন্ন গেইম আর ইউটিউবে ওল্টা পাল্টা ভিডিও দেখে দেখে লেখাপড়া বাদ দিয়ে সারা দিন মোবাইল নিয়েই পড়ে থাকে।
সমাজের কোমলমতি ছেলেমেয়েদের এমন ধংসের জন্য দায়ী কিছু মা-বাবা। তারা অল্প বয়সে ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিয়ে বিপদ ডেকে আনছেন। আপনার সন্তানের বয়স ১৫/১৬ বছর হয়ে গেলে আর এর থেকে ফেরাতে পারবেন না।
তাই আসুন আমরা এখন থেকে সচেতন হই। নইলে আপনার আমার সন্তানের জন্য সারা জীবন কাঁদতে হবে।
Leave a Reply