মালায়েশিয়া প্রবাসীদের বিক্ষোভ
- Update Time : ০১:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বাংলাদেশে এসে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীরা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ সোমবার ২ নভেম্বর সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনের তারা বিক্ষোভ করেন।
জানা গেছে, মালায়েশিয়া কর্মরত অনেক বাংলাদেশি ছুটিতে এসে করোনা মহামারির কারণে আটকে পড়েছেন। তারা মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে এ কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভ করার সময় তারা কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ভিসার মেয়াদ বৃদ্ধি করা ও সহজ এবং স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি। চার্টার্ড ফ্লাইট এর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার পথ উন্মুক্ত করা। কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিতে হবে। ছুটিতে আটকাপড়া সব প্রবাসীকে নগদ অর্থ ও সহায়তা এবং প্রাণোদনা দিতে হবে। সব দেশে জেলে থাকা প্রবাসীদের আইনি সহায়তা দিতে হবে।
এসএস//