নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
- Update Time : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ২ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের পিড়লদাঙ্গা নয়াপুকুর মোরে সড়ক দুর্ঘটনায় মজনুর রহমান (৪০) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন।
আজ সোমবার ২ নভেম্বর ভোর ৬.৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানা পুলিশ।
নিহত মজনুর রহমান হরিতকী ডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি সাহাপুর মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে মেহজাবিন। সে সপ্তম শ্রেণির ছাত্রী।
ধামইরহাট থানা পুলিশ জানান, ভোর ৬.৩০টার দিকে মজনুর রহমান তার মেয়ে মেহজাবিনকে প্রাইভেট পড়ানোর জন্য মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন। পীড়লডাংগার নয়াপুকুর মোড়ে পৌঁছলে বালু ভর্তি এক মেসি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মজনুরের কোমর থেকে দুই পা পুরোপুরি থেতলে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে নিয়ে যাবার সময় রাস্তায় মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় তার মেয়ে মেহজাবিন সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেবার পর বাড়িতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।