শিরোনাম:
২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন
- Update Time : ০৫:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ২০২১ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ২২ দিন। মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের এই ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়েছে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন। তার মধ্যে ছয় দিন পড়েছে সপ্তাহিক ছুটির দিনে। এছাড়া নির্বাহী আদেশে ছুটি আছে আট দিন। তার মধ্যে এক দিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ২২ দিন ছুটির মধ্যে ৭ দিনই সপ্তাহিক ছুটির দিনে পড়ে গেছে।
এর বাইরে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৮ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৫ দিন ছুটি থাকবে।
এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
এসএস//