মুসল্লিদের বিক্ষোভ পল্টনে
- Update Time : ১২:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে বায়তুল মোকাররম, পল্টন এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
আজ সোমবার ২ নভেম্বর সকাল ১০টা থেকে মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদ, পল্টন মোড় ও আশপাশের এলাকায় এসে জড়ো হন। তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
মুসল্লিরা বলেন, হজরত মোহাম্মদ (সা.) পৃথিবীর শ্রেষ্ঠ মানব। অথচ তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। তারা এ ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করে ফ্রান্স দূতাবাস ঘেরার ঘোষণা দেন।
মুসল্লিদের বিক্ষোভের কারণে পল্টন থেকে কাকরাইল, গুলিস্তানসহ এর আশপাশের সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এসএস//