শিরোনাম:
বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু
- Update Time : ১২:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : জয়পুরহাটের কালাইয়ের বাসের ধাক্কায় লবীর উদ্দিন (৫০) নামে এক ভ্যানচালক মৃত্যু হয়েছেন।
আজ সোমবার ২ নভেম্বর সকালে কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লবীর উদ্দিন কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত বসমতুল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানা পুলিশ।
পুলিশ জানান, লবীর উদ্দিন অটোভ্যান গাড়িতে ধান নিয়ে পাঁচশিরা বাজারে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক লবীর উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসএস//