শিরোনাম:
অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তান হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর এক ব্যক্তির
- Update Time : ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুল গফুর (৪৭) নামে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির রায় কার্যকর করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার ১ নভেম্বর দিবাগত রাতে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।
মো. আব্দুল গফুর লক্ষীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত সামছুল হক বাঘার ছেলে।
জানা গেছে, গর্ভবতী স্ত্রী ও সন্তান হত্যার দায়ে ২০০৬ সালে আগস্টে রামগাতি থানায় আব্দুল গফুরের বিরুদ্ধে মামলা হয়। ২০০৮ সালে ওই মামলায় রায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তিনি আপীল করলে উচ্চ আদালতে তার মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে।পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নামঞ্জুর হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের আদেশ অনুযায়ী রোববার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যুদণ্ড (ফাঁসি) কার্যকর করা হয়েছে।
এসএস//